
জাতীয়
কওমি মাদরাসায় দাওরায়ে হাদিস পরীক্ষা কাল শুরু
ঢাকা,১৪ মে, (ডেইলি টাইমস ২৪):
কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিসের পরীক্ষা আগামীকাল সোমবার শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২ টায় শেষ হবে। ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে ও তত্ত্বাবধানে এ পরীক্ষা শেষ হবে ২৫ মে। দেশের ২১৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯ হাজার ৪৭২ জন ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, অভিন্ন প্রশ্নপত্রে একই সময়ে সকল কওমি বোর্ডের আওতাধীন মাদরাসার দাওরায়ে হাদিসের পরীক্ষা হবে।