জেলার সংবাদ

সোমবার থেকে আখাউড়া স্থলবন্দরে আবারো মাছ রফতানি

ঢাকা,১৪ মে, (ডেইলি টাইমস ২৪):

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর সোমবার থেকে আবারো ভারতের ত্রিপুরায় মাছ রফতানি শুরু হতে যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা মাছ বাজার থেকে সংগ্রহ করা মাছে ফরমালিনের অস্তিত্ব পেয়েছে এমন অভিযোগে অনির্দিষ্টকালের জন্য মাছ রফতানি বন্ধ হয়ে যায়। সোমবার সকাল থেকে মাছ রফতানি শুরু হতে পারে এমন সংবাদে দুই দেশের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্ম-চাঞ্চল্য ফিরে এসেছে।
বাংলাদেশ থেকে রফতানি মাছে ফরমালিন থাকার অভিযোগে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বিভিন্ন মাছ বাজার থেকে ৪০টি মাছ নমুনা হিসেবে সংগ্রহ করে রাজ্যের সংশ্লিষ্ট বিভাগ। পরে এসব মাছ পরীক্ষা করে প্রায় ১১টিতে ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু ফরমালিন পাওয়া মাছগুলো যে বাংলাদেশ থেকে যাওয়া- তা নিশ্চিত হতে পারেনি তারা।
ওই সমস্যা এড়াতে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশের ব্যবসায়ীদের গত ৭ই মার্চ থেকে আগরতলায় মাছ রফতানি না করতে বলেছিলেন। আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানি সমিতির সূত্রে জানা যায়, রবিবার ভারতের মাছ পরীক্ষা ল্যাবরেটরি ও এ্যাসিয়েশন কর্তৃপক্ষ আখাউড়া স্থলবন্দরে এসে সোমবার থেকে মাছ পাঠাতে বলে।
Show More

আরো সংবাদ...

Back to top button