খেলাধুলা

নিউজিল্যান্ডকেও বিপদে ফেলেছে আয়ারল্যান্ড!

ঢাকা,১৪ মে, (ডেইলি টাইমস ২৪):

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচটি ঠিক প্রথম ম্যাচের অনূরূপ ছিল না। সেদিন দলীয় রান দুই অংকে না পৌঁছতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। আজ  টসে হেরে ব্যাট করতে নেমে বেশ ভালোই এগোচ্ছিল কিউইরা। কিন্তু হঠাৎ ছন্দপতন! বিনা উইকেটে ৫৩ থেকে ২ রান যোগ করতেই নেই ২ উইকেট! সাধে কি আইরিশরা ক্রিকেটে ‘জায়ান্ট কিলার’ তকমা পেয়েছে? এমতাবস্থায় দলের হাল ধরলেন রস টেইলর আর জর্জ ওয়ার্কার। এই দুজনের জুটিতে বিপদমুক্ত হলো কিউইরা।

এই নিয়ে টানা দুই ম্যাচ টস জিতলেন আইরিশ ক্যাপ্টেন উইলিয়াম পোর্টারফিল্ড। ২৬ বলে ৭ বাউন্ডারিতে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন লুক রঞ্চি। এই আউটের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই বিদায় হন ২৫ বলে ১৫ রান করা টম ল্যাথাম। কিউইরা যখন চোখে সর্ষেফুল দেখতে শুরু করেছে; তখনই দলের হাল ধরলেন রস টেইলর আর জর্জ ওয়ার্কার। চতুর্থ উইকেটে দুজনে মিলে ৮৪ রানের জুটি গড়লেন।

অবশেষে দলীয় ১৩৯ রানে এই জুটি ভাঙে। হাফ সেঞ্চুরি পূরণ করার পর প্যাভিলিয়নের পথ ধরেন অভিজ্ঞ রস টেইলর। তার ৬০ বলে ৫২ রানের ইনিংসটি ছিল দারুণ গুরুত্বপূর্ণ। ৩৩ রানে অপরাজিত ওয়ার্কারের সঙ্গে জুটি বেঁধেছেন নেইল ব্রুম। এই রিপোর্ট লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩১.৫ ওভারে ৩ উইকেটে ১৪৮।

Show More

আরো সংবাদ...

Back to top button