
চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে
ঢাকা,১৫ মে, (ডেইলি টাইমস ২৪):
চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, এর বড় প্রমাণ দলের ‘ভিশন ২০৩০’।
আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ভিশন ২০৩০ নিয়ে এক গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল এ কথা বলেন। সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল রিসার্চ স্টাডিজ নামের একটি সংগঠন ওই আলোচনার আয়োজন করে।
আওয়ামী লীগের বক্তব্যর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা বলছেন বিএনপির ‘ভিশন ২০৩০’ অন্তঃসারশূন্য। কেউ বলছেন, বিএনপি তাদের অনুকরণ করেছে। কিন্তু বিএনপির দর্শন অনুকরণ করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দর্শন, কর্মসূচি পরিবর্তন করেছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়া তাঁর অনেক বক্তব্যে র্যাব বিলুপ্তির কথা বলেছেন। কিন্তু ভিশনে র্যাব বিলুপ্তির কথা বলেননি। জনগুরুত্বপূর্ণ রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে কোনো কথা বলেননি। ভারতীয় আগ্রাসনের বিষয়েও কিছু বলেননি।
গোলটেবিলে অন্যদের মধ্যে অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ বক্তব্য দেন।