
‘বাহুবলী’র পর হাজার কোটির ক্লাবে আমিরের ‘দঙ্গল’
ঢাকা,১৫ মে, (ডেইলি টাইমস ২৪):
কিছুদিন আগে ‘বাহুবলী : দ্য কনক্লুশান’ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই এসএস রাজমৌলির এই সিনেমা একের পর এক রেকর্ড গড়েছে। ভারতের ইতিহাসে প্রথম সিনেমা হিসেবে এক হাজার রুপির ক্লাবে প্রবেশ করে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
‘বাহুবলী : দ্য কনক্লুশান’র পর এবার হাজার কোটির ঘরে প্রবেশ করল বলিউডের মি. পারফেকশনিস্টের তকমা পাওয়া আমির খান অভিনীত সিনেমা ‘দঙ্গল’।
‘দঙ্গল’ সিনেমা ভারতে মুক্তির পর বক্স অফিসে ব্যাপক ঝড় তোলে। আয়ের ক্ষেত্রেও সবাইকে ছাড়িয়ে যায়। তবে আমিরের এই সিনেমার রেকর্ড ভেঙে দেন বাহুবলীর প্রভাস।
ভারতে আমির খানের ‘দঙ্গল’ সিনেমা আয় করে ৭৪৪ কোটি রুপি। তাইওয়ান থেকে আরও ২০ কোটি রুপি ঘরে তুলে নেয়।
সপ্তাহ দু’য়েক আগে চীনের ৯ হাজার হলে মুক্তি পেয়েছে ছবিটি। ইতিমধ্যেই বক্স অফিসে ৩০০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে। সব মিলিয়ে ‘দঙ্গল’ও বক্স অফিসে এক হাজার কোটি আয় করল।
মূলত ‘থ্রি ইডিয়টস’ সিনেমা দিয়ে ভারতের বাইরে আমির খান জনপ্রিয় হয়েছেন। চীনে প্রচুর অনুরাগীও রয়েছে তার।