
জেলার সংবাদ
বগুড়ায় ঝড়ে বিলবোর্ড ভেঙ্গে পড়ে দোকানির মৃত্যু
ঢাকা,১৬ মে, (ডেইলি টাইমস ২৪):
বগুড়া শহরের চারমাথা এলাকায় সোমবার রাতে ঝড়ে একটি বিলবোর্ড ভেঙে পড়ায় আবদুস সাত্তার নামে (৬০) এক পান দোকানির মৃত্যু হয়েছে। শিলা বৃষ্টিতে বাড়ি-ঘর ও ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বিদ্যুতের পিলার ভেঙ্গে যাওয়ায় শহরের অনেক এলাকায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।
সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, ঝড়ের সময় চারমাথা এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্বপাশে একটি বড় বিলবোর্ড ভেঙে যায়। বিলবোর্ডটি নিচে পানের দোকানের ওপর পড়ে। এতে দোকানি ছোট কুমিড়া গ্রামের আবদুস সাত্তার ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া ঝড় শুরুর পর বিদ্যুৎ চলে যায়। শাজাহানপুর, কাহালু, নন্দীগ্রাম সহ জেলার বিভিন্ন উপজেলায় ক্ষেতের ধান, আমসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। গাছ উপড়ে যাওয়ায় অনেক রাস্তায় যোগাযোগ বিঘ্নিত হয়।