খেলাধুলা

আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

ঢাকা,১৬ মে, (ডেইলি টাইমস ২৪):

ত্রিদেশীয় সিরিজে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টির কারণে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। ডাবলিনের ক্লোনটার্ফে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে ম্যাচটি।
সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ৩১ দশমিক ১ ওভার পর্যন্ত ব্যাটিং করার সুযোগ পায় টাইগাররা। এ সময় ৪ উইকেটে ১৫৭ রান তুলে তারা। দলের পক্ষে ওপেনার তামিম ইকবাল অপরাজিত ৬৪ ও মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ৪৩ রান করেন। পরবর্তীতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় খেলা। এতে ২ পয়েন্ট করে ভাগাভাগি করে দু’দল।
গত রবিবার ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় মুখোমুখি হয় আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিং-এ নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রান করতে পারে নিউজিল্যান্ড। দলের পক্ষে নিল ব্রুম ৬৩ বলে ৭৯ ও রস টেইলর ৬০ বলে ৫২ রান করেন।  জবাবে উইকেটরক্ষক নিয়াল ও’ব্রায়ানের ১০৯ রান সত্ত্বেও ২৩৮ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৮টিতে টাইগাররা এবং ২০টিতে জিতেছে নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়ও আছে। ২০১০ ও ২০১৩ সালে দু’টি ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিলো টাইগাররা। দেশের মাটিতে ৪ ম্যাচ ও ৩ ম্যাচের সিরিজে কিউইদের নাকানি-চুবানি দেয় বাংলাদেশ। তবে সর্বশেষ তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় নিউজিল্যান্ড। গত ডিসেম্বরে দেশের মাটিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড।
বাংলাদেশ দল (সম্ভাব্য) : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় ও সানজামুল ইসলাম।
নিউজিল্যান্ড দল (সম্ভাব্য) : টম লাথাম (অধিনায়ক), নিল ব্রুম, কলিন মুনরো, হেনরি নিকোলস, সেথ রেন্স, মিচেল স্যান্টনার, রস টেইলর, জর্জ ওয়াকার, হামিশ বেনেট, স্কট কুগিলজন, জেমস নিশাম, জিতেন প্যাটেল, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ইশ সোধি ও নিল ওয়াগনার।
Show More

আরো সংবাদ...

Back to top button