
জাতীয়
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে খালিয়াজুড়িতে প্রধানমন্ত্রী
ঢাকা,১৮ মে, (ডেইলি টাইমস ২৪):
নেত্রকোনার খালিয়াজুরীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার খালিয়াজুড়িতে অবতরণ করে।
তিনি অকাল বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকালে প্রধানমন্ত্রী খালিয়াজুরীতে পৌঁছেন। তিনি অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে সাফল্যমণ্ডিত করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও প্রস্তুতি সভা করেছেন।