জেলার সংবাদ

মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাইয়ের মৃত্যু

ঢাকা,১৮ মে, (ডেইলি টাইমস ২৪):

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাই মিনারুল ইসলামের (২৮) মৃত্যু হয়েছে। নিহত মিনারুল ইসলাম গাংনী উপজেলার আমতৈল গ্রামের সারপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বাক বিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ মামাতো ভাই ইসরাইল হোসেন লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে আহত অবস্থায় পার্শ্ববর্তী হারদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে ওসি আনোয়ার হোসেন আরো জানান, তিন শতক জমি নিয়ে নিহত মিনারুল ইসলামের মামা আব্দুল কুদ্দুছের সঙ্গে বেশ কিছুদিন বিরোধ চলে আসছিলো। বুধবার বিকালে মিনারুল ইসলামকে ডেকে নিয়ে এসে আব্দুল কুদ্দছের ছেলে ইসরাইল হোসেন, ইদ্রিস আলী ও তাদের লোকজন হুমকি দেন। এক পর্যায়ে ইসরাইল হোসেন, ইদ্রিস আলী তাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন।
Show More

আরো সংবাদ...

Back to top button