
নিউজিল্যান্ডের জয়ে আশা শেষ বাংলাদেশের
ঢাকা,২২ মে, (ডেইলি টাইমস ২৪):
৩৪৫ তাড়া করে জেতা মুখের কথা নয়। আয়ারল্যান্ডের মতো দলের জন্য তো নয়ই। তাই তো ১৫৪-তে অলআউট হয়ে নিউজিল্যান্ডের কাছে স্বাগতিকরা হারল ১৯০ রানে।
আর টানা তিন জয়ে নিউজিল্যান্ড জিতে নিল ত্রিদেশীয় সিরিজের ট্রফি। ফলে বুধবার বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ ওডিআই আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। সেই ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের আশা শেষ।
রোববার ডাবলিনের মালাহাইডে নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ৩৪৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রানে গুটিয়ে যায় আইরিশরা।
অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের ৪৮ এবং গ্যারি উইলসনের ৩০ ছাড়া আয়ারল্যান্ডের ইনিংসে বলার মতো রান আর কারও নেই। ১৭ রান করেন এড জয়েসি। ১৬টি করে রান করেন ডকরেল ও ম্যাককার্থি। ১৪টি রান আসে পিটার চেসের ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ম্যাট হেনরি তিনটি উইকেট নেন। ২টি করে উইকেট নেন কোরি অ্যান্ডারসন ও স্কট। অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনার ও ইশ সোধি ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে টম লাথামের ১০৪, রস টেলরের ৫৭ ও কলিন মুরনোর ১৫ বলে করা ৪৪ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে এই রান করে কিউইরা।
ম্যাচসেরা হন সেঞ্চুরি হাঁকানো কিউই অধিনায়ক টম লাথাম।