
জাতীয়
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেপজার ৬ কোটি টাকা অনুদান
ঢাকা,২২ মে, (ডেইলি টাইমস ২৪):
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টে ৬ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকা অনুদান দিয়েছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান খান রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বিনিয়োগকারীদের পক্ষে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ওই টাকার চেক হস্তান্তর করেন।
সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে বিনিয়োগকারীদের এই অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টে অনুদান হিসাবে প্রদান করতে বেপজা বিনিয়োগকারীদের অনুপ্রাণিত করে।