জাতীয়

গরুর মাংসের দাম নির্ধারণ

ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর আসন্ন রমজানে গরুর মাংসের দাম ৪৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন। এছাড়া বৈঠকে অন্যান্য মাংসের দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

২৩ মে মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মাংস ব্যবসায়ীদের সঙ্গে মেয়রের এক মতবিনিময় সভায় এই দর নির্ধারণ করা হয়।

সভায় নির্ধারিত দর অনুযায়ী, প্রতি কেজি দেশি গরুর মাংস ৪৭৫ টাকা, ভারতীয় গরুর মাংস প্রতি কেজি ৪৪০ টাকা, মহিষের মাংস ৪৪০ টাকা, খাসির মাংস ৭২৫ টাকা এবং ভেড়া ও ছাগলের মাংস ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিটি কর্পোরেশন কার্যালয়ে ওই সভার পর জানানো হয়, নির্ধারিত মূল্যের চেয়ে কেউ অতিরিক্ত দাম রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতবছর রমজানে গরুর মাংস ৪২০, মহিষ ৪০০, খাসি ৫৭০, ভেড়া ও ছাগলের মাংস ৪৭০ টাকা নির্ধারণ করে দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

২৬ রমজান পর্যন্ত এই দামে মাংস বিক্রি হবে জানিয়ে বৈঠকের পর মেয়র সাঈদ খোকন বলেন, ‘সবার সঙ্গে আলাপ আলোচনা করে এ দাম নির্ধারণ করা হয়েছে। সবাইকে দাম মেনে চলার নির্দেশ দিচ্ছি। আমাদের একটি মনিটর টিম সব সময় কাজ করবে। কোনো ব্যত্যয় ঘটলে তারা ব্যবস্থা নেবে।’

মাংসের এই দাম রোজার পরও ঠিক রাখার আশ্বাস দিয়ে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম মতবিনিময় সভায় বলেন, রোজার পর বড়জোর ৫-১০ টাকা ‘এদিক-সেদিক’ হতে পারে।

Show More

আরো সংবাদ...

Back to top button