
জেলার সংবাদ
চাঁপাইনবাবগঞ্জের তিনটি বাড়িই ফাঁকা, একটি ঘিরে অভিযান চলছে
ঢাকা,২৪ মে, (ডেইলি টাইমস ২৪):
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোলে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারটির বাড়ির মধ্যে তিনটি থেকে কিছুই পাওয়া যায়নি। জঙ্গি সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে গোমস্তাপুরের বালুগ্রামের একটি বাড়ি এখনো ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হবে।
র্যাব-৫ এর সিও মাহবুব আলম জানান, মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজারপাড়া থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করে র্যাব। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী, আজ ভোর চারটা থেকে নাচোল উপজেলার খতেপুর ইউনিয়নের চাঁদপাড়া ও আলীশাপুরের খোরশেদপুরে এবং গোমস্তাপুরের চকপুস্টম ও বালুগ্রাম শিমুলতলার মোট চারটি বাড়ি জঙ্গি সন্দেহে ঘিরে রাখে র্যাব-৫।
তিনি আরো জানান, এরমধ্যে চাঁদপাড়া থেকে মৃত মফিজউদ্দিনের ছেলে আবদুল মজিদ তানুকে (৪০) আটক করা হলেও খোরশেদপুর ও চকপুস্টম এলাকা থেকে কাউকে আটক বা কোনো বিস্ফোরক উদ্ধার করতে পারেনি র্যাব।
শেষ খবর পাওয়া যায়নি বালুগ্রাম শিমুলতলায় একটি বাড়ি ঘেরাও করে রেখেছে তারা। কিছুক্ষণ পরেই এ বিষয়ে র্যাব আনুষ্ঠানিকভাবে প্রেসব্রিফিং করবে।