
বিনোদন
ঈদের নাটকে ব্যস্ত
ঢাকা,২৫ মে, (ডেইলি টাইমস ২৪):
বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন সুজানা। ইফতেখার আহমেদ ফাহমির নির্দেশনায় ঈদ বিশেষ একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে সুজানা অভিনয়ে ফিরেছেন। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে।
এতে সুজানার সহশিল্পী হিসেবে আছেন শহীদুজ্জামান সেলিম, অপূর্ব ও সুমাইয়া শিমু।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুজানা বলেন, ‘এর আগেও ফাহমির নির্দেশনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছি। পাশাপাশি ফাহমির নাটকে কাজ করতে গেলে শিল্পীকে কোনো মেকআপ নিতেই দেয় না। এটা অবশ্য একদিক দিয়ে বেশ আরামদায়ক। কারণ মেকআপের বাড়তি কোনো ঝামেলা থাকে না। বেশ কয়েকমাস বিরতির পর কাজ করতে এসে ভীষণ ভালো লাগছে। আশা করি, কাজটি দর্শকের খুব ভালো লাগবে।’
সুজনা সর্বশেষ ইমরানের কম্পোজিশনে তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছিলেন। এই মিউজিক ভিডিওটি বেশ সাড়া ফেলে।