
জেলার সংবাদ
ঘূর্ণিঝড় ‘মোরা’ : শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে নৌ চলাচল বন্ধ
ঢাকা,৩০ মে, (ডেইলি টাইমস ২৪):
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সব ধরনের নৌ যান চলাচল মঙ্গলবারও বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে এখানে সকালে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে।
শিমুলিয়ায় এখন ৩ নম্বর সংকেত চলছে। তবে সীমিত আকারে ফেরি চলাচল করছে। এতে দু’পারে ৪শ’ যান পারপারের অক্ষোয় রয়েছে। বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন মঙ্গলবার সকাল পৌনে ১১টায় জানান, ১ নম্বর সঙ্কেত থাকা অবস্থায়ই সোমবার বিকালে সব নৌ যান বন্ধ করে দেয়া হয়। বর্তমানে অবস্থা আরও প্রকট। পাশে চাঁদপুরে ৮ নম্বর উপকূলীয় সঙ্কেত চলছে। নদী উত্তাল। তাই নৌ যান চলাচলে নিষেধ করা হয়েছে। তবে সীমিত আকারে কয়েকটি ফেরি চলছে মাত্র।
শিমুলিয়াস্থ বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ মো. খালেদ নেওয়াজ জানান, পদ্মা উত্তাল থাকায় সোমবার রাত পৌনে ৮টা থেকে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। তিনি মঙ্গলবারের সকালের চিত্র বর্ণনা করে জানান, ৩টি রোরো, ৩ টি কে-টাইপ, ২টি মাধারী এবং উচ্চ ক্ষমতার টাগ বোট দিয়ে ২টি ডাম্পসহ মোট ১০টি ফেরি সর্তকতার সাথে চলছে। দু’পারে যান বাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। তার হিসাব মতে দু’পারে ৪শ’ যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এছাড়াও জেলার অন্যান্য নদীগুলো নৌ যান চলাচল বন্ধ প্রায়।