শিক্ষা

শিক্ষকদের নিবেদিত হয়ে শিক্ষাদানের আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা,১ জুন, (ডেইলি টাইমস ২৪):

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকাই প্রধান। তাই শিক্ষকদের নিবেদিত হয়ে শিক্ষাদানের আহ্বান করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার (৩১ মে) সন্ধ্যায় রাজধানীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃব্যে তিন এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা দেশের ভবিষ্যৎ উন্নয়নের নিয়ামক শক্তি। কিন্তু কিছু অসৎ শিক্ষকের কারণে সার্বিকভাবে শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এরা শ্রেণিকক্ষে পড়ান না। বাড়িতে টাকার বিনিময়ে কোচিং করান। এ বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এ মহৎ পেশায় তাদের থাকার কোনও অধিকার নেই।
তিনি আরও বলেন, ‘আগামী প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ সৃষ্টি করতে শিক্ষকদের ভূমিকাই বেশি। এছাড়া অনৈতিক কাজ থেকে দূরে থেকে নিজেদের মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল মানুষ হিসেবে শিক্ষার্থীদের নিকট অনুকরণীয় হয়ে উঠতে হবে।’
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমানের  সভাপতিত্বে ইফতার মাহফিলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, মাদ্রাসা ও কারিগরি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং বোর্ডের সচিব মো. শাহেদুল খবির চৌধুরী বক্তব্য রাখেন।

Show More

আরো সংবাদ...

Back to top button