
কান চলচ্চিত্র উৎসবে বলিউড সুন্দরীরা
ঢাকা,১ জুন, (ডেইলি টাইমস ২৪):
প্রতিবারের মতো এবারও কানের লাল গালিচায় পা রেখেছেন বলিউডের চারজন নামকরা অভিনেত্রী। তাঁরা হলেন; ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর, শ্রুতি হাসান ও দীপিকা পাডুকোন। অন্যান্য দেশবিদেশের তারকাদের সাথে তারাও মাতিয়েছেন কান চলচ্চিত্র উৎসব। আজকের প্রতিবেদনে দেখে নিন তাদের নজরকাড়া লুক।
ঐশ্বরিয়া রাই বচ্চন
কান উৎসবের দ্বিতীয় দিন তিনি যখন গ্ল্যাম একটি লুক নিয়ে উপস্থিত হয়েছিলেন, সেটি সবার নজর কেড়েছিল। টকটকে লাল গাউনের সাথে তিনি ওয়াইন রঙের লিপ্সটিক দিয়েছিলেন। তার আই-ব্রো জোড়াও বেশ নজরকাড়া ছিল। সব মিলিয়ে একেবারে সুনয়না ছিলেন ঐশ্বরিয়া।
শ্রুতি হাসান
শ্রুতি হাসান তার মধ্যকার যোদ্ধা লুক যেন বের করে এনেছিলেন। তীক্ষ্ণ চিবুক ও চুল বাঁধার শৈলীই যেন তাকে অনন্য করে তুলেছিল। ঠোঁটে ছিল একদম হাল্কা লিপস্টিক ও চোখের সাজ ছিল অসাধারণ। সব মিলিয়ে ছিলেন সাহসী শ্রুতি হাসান।
দীপিকা পাডুকোন
দীপিকা সবুজাভ ব্র্যান্ডন ম্যাক্সওয়েল গাউনে অনন্য হয়ে সেজেছিলেন। তার পুরো মেকআপ একদম সাদামাটা ছিল। কারণ তার প্রধান আকর্ষণ ছিল চোখের দিকে। সবুজ স্মোকি আই লুকে দীপিকাকে যেন চেনাই যাচ্ছিলো না।
সোনম কাপুর
কান উৎসবের পঞ্চম দিন সোনম কাপুর পা রাখেন। তার পরনে ছিল গোলাপী এলে সাব গাউন। ঝকমকে গাউনে একেবারে রাজকন্যার মতো লাগছিল সোনমকে। গাউনের সাথেই মিলিয়ে তার চোখের সাজ ছিল গোলাপী, অনেক মাশকারা ও লাইনার ছিল সাথে। ঠোঁটেও ছিল হালকা গোলাপী আভা। সব মিলিয়ে সোনমকে একজন ফ্যাশন আইকন মনে হচ্ছিলো।