প্রথম প্রান্তিকে উবারের লোকসান ৭০৮ মিলিয়ন মার্কিন ডলার
ঢাকা,১ জুন, (ডেইলি টাইমস ২৪):
অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার বেশ কয়েকমাস ধরেই চাপের মুখে রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছে বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা এমনকি হেড অব ফিন্যান্স গৌতম গুপ্তও প্রতিষ্ঠান ছেড়ে চলে যান। আর এরই মধ্যে প্রতিষ্ঠানটি তাদের প্রথম প্রান্তিকের হিসেব জানিয়েছে।
উবারের একজন মুখপাত্র সিএনবিসিকে জানায়, প্রথম প্রান্তিকে তারা ৭০৮ মিলিয়ন ডলার লোকসানে রয়েছে।
গত প্রান্তিকে প্রতিষ্ঠানের লোকসান হয়েছিল ৯৯১ মিলিয়ন ডলার যা কিনা এই প্রান্তিকের তুলনায় বেশি ক্ষতি। এর অনুক্রমিক ভিত্তিতে প্রতিষ্ঠানের আয় ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৪ বিলিয়ন ডলারে। বিব্রিতে উবার বলছে, ক্ষতির এই কমে আসা প্রতিষ্ঠানের লাভের দিকে অগ্রসর হওয়াকেই নির্দেশ করে।
প্রসঙ্গত বিশ্বের সবচেয়ে দামি এই স্টার্ট আপ গত বছর থেকে তাদের আয়ের হিসেব প্রকাশ করতে শুরু করেছে।