
জাতীয়
রাজধানীতে ১০ অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার
ঢাকা, ১ জুন, (ডেইলি টাইমস ২৪):
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ঢাকার মিরপুরে অস্ত্র ও গুলিসহ একব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ওরফে আলার (৪৬)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
ডিএমপি পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৪টার দিকে মিরপুরের দারুস সালাম এলাকার একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, তার কাছ থেকে নয়টি পিস্তল, একটি শুটার গান, নয়টি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা দায়ের হয়েছে।