
জেলার সংবাদ
জৈন্তাপুরে থানা হাজতে আসামির মৃত্যু: চার পুলিশ বরখাস্ত
ঢাকা, ১ জুন, (ডেইলি টাইমস ২৪):
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে থানা হাজতে আসামির মৃত্যুর ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার ১৩ দিন পর বৃহস্পতিবার এই বরখাস্তের আদেশ জারি হলো।
বরখাস্তকৃত চারজন হলেন, এসআই শফিকুর রহমান, এসএসআই জয়নাল আবেদিন, কনস্টেবল আক্কাস আলী ও কনস্টেবল নান্টু চাকমা। গত ১৯ মে ভোররাতে জৈন্তাপুর থানা হেফাজতে নজরুল ইসলাম বাবু নামের এক আসামির মৃত্যু হয়।
পুলিশ এটিকে আত্মহত্যা বললেও বাবুর পরিবার দাবি করেছেন তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ঘটনার আগে বটেশ্বর এলাকা থেকে নজরুল ইসলাম বাবুকে তার স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার করে পুলিশ।
সূত্র মতে গত বছরের ১৬ নভেম্বর জৈন্তাপুরের ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন ফাতেমাকে বিয়ে করেন নজরুল ইসলাম বাবু। বিয়ের পর তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে নাসরিন ফাতেমা পিত্রালয়ে চলে যান এবং নির্যাতনের অভিযোগ এনে বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ বাবুকে গ্রেফতার করে। থানা হেফাজতে আসামি বাবুর মৃত্যুর ঘটনা সিলেটে তোলপাড় হয়।