তালতলী কলেজের অধ্যক্ষকে জেল হাজতে পাঠানোর নির্দেশ
ঢাকা, ১ জুন, (ডেইলি টাইমস ২৪):
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে গাফিলতির কারণে বরগুনার তালতলী উপজেলার তালতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ খানকে সাত দিনে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আমতলীর আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস এ আদেশ দেন। সময় তালতলী কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ খান আদালতে উপস্থিত ছিলেন না বলে আদালত সূত্রে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ নভেম্বর সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম মোর্শেদের বিরুদ্ধে মানহানীর অভিযোগে তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. খলিলুর রহমান একটি মামলা দায়ের করেন।
এ্যাড. মো. দেলোয়ার হোসেন বলেন, আজ মামলার ধার্য তারিখে বিচারক বৈজয়ন্ত বিশ্বাস আদালতের নির্দেশ অমান্য করারা দায়ে ফৌজদারী কার্যবিধির ৪৮৫ ধারা অধ্যক্ষ মো. হারুন অর রশীদ খানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় আদালত তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অধ্যক্ষ হারুন অর রশীদ খানকে গ্রেপ্তারের নির্দেশ দেন বলেন জানান এ্যাড. মো. দেলোয়ার হোসেন।
এ বিষয়ে দণ্ডপ্রাপ্ত তালতলী কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ খানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।