জেলার সংবাদ

ফেনসিডিল পাচারে কনডম!

ঢাকা, ০২ জুন, (ডেইলি টাইমস ২৪):

রাজশাহীর বাঘা সীমান্তের পদ্মা নদী দিয়ে ভেসে আসছে ফেনসিডিল। আর এ কাজে চোরাকারবারিরা ব্যবহার করছে কনডম।
বৃহস্পতিবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘার বড় ছয়ঘটি এলাকা দিয়ে কনডমের মধ্যে প্রবেশ করানো ৩০ বোতল ফেনসিডিলসহ দুই চোরাকারবারিকে আটক করে বাঘা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, রনি আহাম্মেদ (৩৫) পিতা জয়নুল আবেদিন সাং পাবনা শিবরামপুর এবং অপরজন মাজেদুল হক (৩৬) পিতা শামসুল হক বাচ্চু বাড়ি পাবনার  শিংড়া এলাকায়।
বাঘা সীমান্ত এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ঈদকে সামনে রেখে চলতি রমজানে ফেনসিডিল চোরাচালান পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। কতিপয় চোরাকারবারি এসব কাজে কখনো মাঝি (জেলেদের) ব্যবহার করছে। আবার কখনোবা বিজিবিকে ম্যানেজ করে বিভিন্ন কায়দায় ফেন্সিডিল পাচার করছে। আর এই সব পাচার হয়ে আসা ফেনসিডিল  চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে।
অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানিয়েছেন, উদ্ধারকৃত ফেনসিডিল  গুলোর লেবেল নষ্ট না হওয়া স্বার্থে  কনডমের মধ্যে ঢুকিয়ে পদ্মানদী দিয়ে ভাসিয়ে আনা হয়েছে। তিনি বলেন, ঈদকে সামনে রেখে ফেনসিডিল  রোধ তাদের একার পক্ষে সম্ভব নয়। এটা সীমান্ত এলাকা। এ জন্য বাংলাদেশ বিজিবিকেও  সক্রীয় হওয়ার দাবি জানান তিনি।
Show More

আরো সংবাদ...

Back to top button