বিনোদন

মস্কো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ফারুকীর ডুব

ঢাকা, ০২ জুন, (ডেইলি টাইমস ২৪):

বাংলাদেশের নামী পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ডুব ছবিটি ঐতিহ্যবাহী মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া শুক্রবার তাদের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছে।
আগামি ২৯ জুন মস্কোতে রেড কার্পেট এবং ক্লোজিং প্রোগ্রামের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। হাজার হাজার ছবির মধ্য থেকে এগারোটা ছবি নির্বাচিত হয়েছে মূল প্রতিযোগিতায়। বাংলাদেশ, ভারত, রাশিয়া, জার্মান, কোরিয়া, চীন, স্পেন, আর্জেন্টিনা থেকে নির্বাচিত হয়েছে ছবিগুলো!
ডুব ছবিতে অভিনয় করছে ভারতীয় অভিনেতা ইরফান খান, বাংলাদেশি নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে।
Show More

আরো সংবাদ...

Back to top button