
জীবনের শ্রেষ্ঠতম বাজেট দিয়েছি: অর্থমন্ত্রী মুহিত
ঢাকা, ০৩ জুন, (ডেইলি টাইমস ২৪):
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘মনে হয়েছে, এবার জীবনের শ্রেষ্ঠতম বাজেট দিয়েছি। এ জন্য অনেক কষ্টও করেছি। প্রশাসনের অন্যরাও আমার মতোই কষ্ট করেছেন।’
২ জুন শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমি বক্তৃতাতেই বলেছি যে প্রত্যেকটা বাজেটই উচ্চাভিলাষী। আগেরবারের চেয়ে পরেরবার কম হয়েছে, এমন বাজেট একটাও নেই। এ কাজটা আমরা সার্থকভাবে করেছি। এভাবেই ধাপে ধাপে দেশটাকে উন্নততর জায়গায় নিয়ে যাচ্ছি।’
‘অর্থমন্ত্রীর নিজের মতে এবারের বাজেটের দুর্বলতম ও উজ্জ্বলতম অংশ কী’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর কী জবাব দেব? আমার সব বাজেটই উজ্জ্বল। কোথাও দুর্বলতা নেই।’
প্রশ্নোত্তরনির্ভর এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম প্রমুখ।