বিজ্ঞান ও প্রযুক্তি

প্রশ্ন ফাঁস রোধে পুরো দেশের ইন্টারনেট বন্ধ!

ঢাকা, ০৩ জুন, (ডেইলি টাইমস ২৪):

প্রশ্ন ফাঁস রোধে ইথিওপিয়ায় পরীক্ষার সময় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

৩ মে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, এ সিদ্ধান্ত শুধুমাত্র স্কুলগুলো এবং এর আশপাশের এলাকার জন্য নয় বরং পুরো দেশের জন্য প্রযোজ্য। অর্থ্যাৎ পরীক্ষার সময় দেশের কোনো নাগরিক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।

মোহাম্মদ সাঈদ নামে দেশটির যোগাযোগ বিভাগের এক কর্মকর্তা জানান, গত বছর পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল আর এ বছর তার পুনরাবৃত্তি রোধে ইন্টারনেট সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, সরকার চায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিক এবং মনস্তাত্ত্বিক চাপ থেকে মুক্ত থাকুক। এ কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button