জেলার সংবাদ

দিনাজপুরে গরুর ধানক্ষেত খাওয়া নিয়ে সংর্ঘষ, নিহত ১

ঢাকা, ০৩ জুন, (ডেইলি টাইমস ২৪):

দিনাজপুর জেলার কাহারোলে গরুর আমন ধানের বীজতলা খাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষে ধন্য রাম রায় (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত ধন্য রাম রায় উপজেলার তারগাঁও ইউনিয়নের বিরলী গ্রামের মৃত নন্দী রায়ের ছেলে।

নিহতের মা পরণা রানী রায় বলেন, ‘ গতকাল শুক্রবার বিকেলে আমাদের আমন বীজতলার খেত একই ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত ফজলুর ছেলে শাহাজাহান আলীর গরু খেয়ে ফেলে। আমরা গরুটি আটক করলে শাহাজাহান আলী, তার ভাই আব্দুল জব্বার, আবুল কালাম জোরপুর্বক গরুটি ছাড়িয়ে নিতে আসে। এ সময় আমরা বাধা দিলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার ছেলে ধন্য রাম রায় বাধা দিলে তারা আমার ছেলে বেধড়ক পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তার তার মৃত্যু হয়।

এ বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ওসি (তদন্ত) মো. মফিজুল ইসলাম জানান, আজ শনিবার দুপুরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button