
জেলার সংবাদ
মাগুরা থেকে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার
ঢাকা, ০৩ জুন, (ডেইলি টাইমস ২৪):
অপহরণের ১০ দিন পর আজ শনিবার মাগুরার এক স্কুলছাত্রীকে ঢাকার গাবতলী এলাকা থেকে উদ্ধার করেছে মাগুরা থানা পুলিশ।
এ ব্যাপারে মাগুরা সদর থানার এসআই অনমিা রানী দাস জানান, মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে জুয়েল মিয়া (২০) একই এলাকার ৭ম শ্রেণি পড়ুয়া ওই মেয়েকে গত ২৪ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে। এ ব্যাপারে মেয়েটির বাবা একই দিনে মাগুরা সদর থানায় জুয়েলকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে সদর থানা পুলিশ ঢাকার গাবতলী গদেরচাদ এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। একইসাথে আটক করা হয় অপহরণকারী জুয়েলকে। আজ শনিবার দুপুরে জুয়েলকে মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক জুয়েলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।