
জেলার সংবাদ
স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা!
ঢাকা, ০৩ জুন, (ডেইলি টাইমস ২৪):
প্রেম করে বিয়ের পর স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে এঘটনা ঘটে।
অভিযুক্ত ওই স্বামীর নাম পান্নু। তিনি একই গ্রামের শাহাজাহান তালুকদারের ছেলে।
ঘটনার স্বীকার ওই স্ত্রীর নাম লাকী আক্তার (২৭)। তিনি একই গ্রামের হাবিবুর রহমান (হবি) মোল্যার মেয়ে। লাকী আনন্দ স্কুলে শিক্ষকতা করেন বলে জানা গেছে।
প্রেমের সম্পর্ক করে ২০০৭ সালে তারা বিয়ে করেন। বর্তমানে তাদের ঘরে জান্নাত (৫) ও জুই (২) নামের দুই কন্যা সন্তান রয়েছে।
লাকী অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে স্বামী পান্নু ও শ্বাশুড়ী মনোয়ারা বেগম প্রায়দিনই লাকীকে চাপ দিতে থাকে। যৌতুক দিতে রাজী না হওয়ায় লাকীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে তারা। দিন দিন তা বাড়তেই থাকে।
অত্যাচার সহ্য করতে না পেরে সম্প্রতি আদালতে মামলা করে লাকী। ফলে অত্যাচার আরো বেড়ে যায়। মামলা তুলে নিতে লাকীকে চাপ দিতে থাকেন। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় শনিবার সকালে পান্নু লাকীকে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে।
এসময় প্রতিবেশীরা ছুটে এসে লাকী বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আবদুস সোবহান মিয়া বলেন, লাকীর স্বামী পান্নু মাঝে মধ্যেই স্ত্রীকে মারপিট করে। পান্নু লাকীকে মেরে ফেলার জন্য বিষ খাওয়ায়। লাকীর পরিবারের লোকদের বলেছি মামলা করতে।
ঘটনার পর থেকে পান্নু পলাতক রয়েছে। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।