
জেলার সংবাদ
শ্যামনগরে স্ত্রীর চোখ নষ্ট ও হাত কেটে দিয়েছে স্বামী
ঢাকা, ০৩ জুন, (ডেইলি টাইমস ২৪):
সাতক্ষীরার শ্যামনগরে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্ত্রী ময়নার (২৮) চোখ নষ্ট ও হাত কেটে দিয়েছে স্বামী শাহিনুর গাজী।
শনিবার রাত ২টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের যোগিন্দ্রনগর কুপট গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের শাহিনুর গাজীর স্ত্রী।
ময়নার ভাই মহিউদ্দীন জানান, ১৫ বছর আগে বিড়ালক্ষ্মী গ্রামের নুরুল ইসলামের মেয়ে ময়নার সঙ্গে কুপট গ্রামের শাহিনুর গাজীর বিয়ে হয়। এর মধ্যে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন শাহিনুর। ময়না স্বামীকে পরকীয়া সম্পর্ক থেকে ফেরানোর চেষ্টা করলে পরিবারে অশান্তি শুরু হয়। শুক্রবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ময়নার এক চোখ নষ্ট ও বাম হাত কেটে ফেলে শাহিনুর।
শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শাহিনুরকে আটকের চেষ্টা চলছে।