
আপন জুয়েলার্সের জব্দ সাড়ে ১৩ মণ স্বর্ণ যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে
ঢাকা, ০৪ জুন, (ডেইলি টাইমস ২৪):
আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণালঙ্কার বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান।
৪ জুন রোববার সকাল ৯টায় ঢাকা কাস্টমস হাউসের মাধ্যমে স্বর্ণালঙ্কারগুলো হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
মইনুল খান বলেন, ‘জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণালঙ্কারের সবগুলোই অবৈধ। আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে সেগুলো জব্দ করা হয়েছিল। আপন জুয়েলার্সের পক্ষ থেকে গত ২০ দিনেও এই স্বর্ণের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাই আনুষ্ঠানিকভাবে স্বর্ণালঙ্কারগুলো বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে।’
এরপর শুল্ক ও গোয়েন্দা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শুল্ক গোয়েন্দা অধিদফতরের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, রাজধানীর বনানীতে চার তারকা হোটেল রেইন ট্রিতে দুই তরুণীকে ধর্ষণ করার অভিযোগে গত ৬ মে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়।
এরপর থেকেই আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান পরিচালনা করে আসছে শুল্ক গোয়েন্দারা। আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে সাড়ে ১৩ মণ স্বর্ণালঙ্কার জব্দ করেন তারা।