
রাজনীতি
আবগারি শুল্ক প্রত্যাহারের আহ্বান ১৪ দলের
ঢাকা, ০৪ জুন, (ডেইলি টাইমস ২৪):
আবগারি শুল্ক ও বিভিন্ন সাব সার্জ, যেগুলো জনগণের ওপর বিরূপ প্রভাব পড়ে সেগুলো প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
আজ রবিবার দুপুরে ধানমন্ডীস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (জেপি) এর সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
নাসিম বলেন, বাংলাদেশে যখনই নির্বাচন আসে তখনই দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়। এবারও শুরু হয়েছে। কোনো বিদেশি প্রেসক্রিপশনে নির্বাচন হবে না। আগামী নির্বাচন প্রধানমন্ত্রীর অধীনেই অনুষ্ঠিত হবে।
এদিকে, মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোর’য় ক্ষতিগ্রস্ত এলাকায় যাবে ৭ জুন। আর পাহাড়ি এলাকায় যাবে ৬ জুন।