আইন ও আদালত

পলেন হত্যা মামলার কার্যক্রম চলবে

ঢাকা, ০৫ জুন, (ডেইলি টাইমস ২৪):

ময়মনসিংহের গার্লস ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শর্মিলা শাহরিন পলেন হত্যার অভিযোগে করা মামলার বিচার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আবেদন খারিজ করে আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। নিহত পলেনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ফাওজিয়া করিম ফিরোজ। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।

মামলা সূত্রে জানা যায়, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী হোস্টেল থেকে ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি দ্বাদশ শ্রেণির ছাত্রী শর্মিলা শাহরিন পলেনের লাশ উদ্ধার করা হয়। ওই দিন ময়মনসিংহ কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা করেন কলেজের অধ্যক্ষ। পরে ওই বছরের ১৯ ফেব্রুয়ারি পলেনের বাবা এম. এ বাশার পাটোয়ারী ময়মনসিংহের আদালতে হত্যার অভিযোগ মামলা করেন। আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ২০১৩ সালে বিচার বিভাগীয় তদন্তে উঠে আসে, শর্মিলাকে হত্যা করা হয়েছিল এবং ঘটনাটি ধামাচাপা দিতে কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজিয়েছিল। ঘটনার প্রায় ১১ বছর পর গত বছরের ৩ মার্চ ওই মামলায় কলেজের তৎকালীন অ্যাডজুট্যান্ট মেজর নাজমুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ময়মনসিংহের জেলা দায়রা আদালত।
অপর চারজন হলেন ক্যাডেট কলেজের তৎকালীন সহযোগী অধ্যাপক মো. আবুল হোসেন, নন কমিশন অফিসার মো. নওশের উদ-জামান, হোস্টেলের আয়া হেনা বেগম ও মেজর মুনীর আহাম্মদ চৌধুরী। পাঁচজনের মধ্যে নাজমুল হকসহ চারজন জামিনে আছেন। এঁদের মধ্যে মুনির আহমেদ পলাতক রয়েছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button