
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা বাজেট দিয়েছি, সংসদে আলোচনা হবে। কোনো সমস্যা থাকলে আলোচনা করে সমাধান করা হবে।’
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার মধ্যে ৪ জুন রোববার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলনে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন ‘সব থেকে বড় বাজেট চার লক্ষ ২৬৬ কোটি টাকার বাজেট আমরা দিয়েছি। এত বড় বাজেট আর কখনও কেউ দেয়নি। বাজেট পেশ করা হয়েছে, পার্লামেন্টে আলোচনা হবে। হয়ত কারও কিছু সমস্যা থাকতে পারে। নিশ্চয় তা আমরা দেখব, সমাধান করব।’
তিনি বলেন, ‘আমি জানি আমাদের বহু সমালোচনা হয়। দেশে-বিদেশে আমাদের বিরুদ্ধে অনেক কথা লেখা হয়। কিন্তু এ কথা লেখা হয় না যে ছিয়ানব্বই (১৯৯৬) সালের আগে কোনো প্রাইভেট টিভি চ্যানেল ছিল না, রেডিও ছিল না এবং সংবাদপত্রের সংখ্যাও সীমিত ছিল।’
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বলেছিলেন, ‘রাজনীতির নীতি থাকতে হবে’। তেমনি সাংবাদিকতারও নীতি থাকতে হবে।
তিনি বলেন, ‘নীতিহীন রাজনীতি কখনও কোনো দেশ ও জাতিকে কিছু দিতে পারে না। আবার নীতিহীন সাংবাদিকতা দেশের কল্যাণ করতে পারে না। সময় সময় দেশকে ক্ষতিগ্রস্ত করে, সমাজকে ক্ষতিগ্রস্ত করে। নীতিহীন সাংবাদিকতা, যেটাকে বলে হলুদ সাংবাদিকতা, সেটা কিন্তু কখনও কারও কাছে গ্রহণযোগ্য নয়।’
গত ১ জুন বৃহস্পতিবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রিসভায় অনুমোদিত এই বাজেট নিয়ে সংসদে আলোচনা হবে; নতুন অর্থবছর শুরুর আগে আগামী ২৯ জুলাই তা পাস হবে।
ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্ক বাড়ানোসহ প্রস্তাবিত বাজেটের কিছু বিষয় নিয়ে সমালোচনা করা হচ্ছে