
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২২ অক্টোবর
ঢাকা, ০৫ জুন, (ডেইলি টাইমস ২৪):
এখন থেকে প্রতিবছর ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করা হবে। সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সম্পর্কিত একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের জন্য ১১ জুলাই ও ২২ অক্টোবর প্রস্তাব করা হয়। যার মধ্যে ২২ অক্টোবরকে মন্ত্রিপরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪০ স্কুল ছাত্র নিহত হয়। আর ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মারা যান চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। এরপর থেকে ইলিয়াস কাঞ্চন এদিনটিকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে আসছেন। যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এজন্য ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি ‘খ’ শ্রেণির দিবস হিসেবে পালিত হবে।