
গুলশানে ঝুলন্ত তারে আগুন
ঢাকা, ০৫ জুন, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর গুলশান ক্লাবের বিপরীত দিকে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত তারে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জ্যৈষ্ঠের শেষ দশকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে পৃথক ওই অগ্নিকাণ্ডে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে সোমবার বিকেল ৩ টার দিকে গুলশান-২ এর ৬০ নম্বর সড়কের এ ঘটনায় আতঙ্কে রাস্তায় গাড়ি থামিয়ে অনেকেই বেরিয়ে যান। এতে সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পথচারী সুমন বড়ুয়া জাগো নিউজকে বলেন, ‘আমি পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলাম, হঠাৎ করেই তারে আগুন লেগে যায়। পড়ে স্থানীয় লোকজন এসে বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভায়।’
তিনি জানান, বৈদ্যুতিক খুঁটিতে ডিশ লাইনসহ অন্যান্য সার্ভিসের তার ঝুলানো রয়েছে। মূলত ওইসব তারের পৃথক দুই জায়গায় আকস্মিকভাবে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জাগো নিউজকে জানান, তারে আগুন লেগেছে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার ইউনিট পাঠানো হয়।
‘তবে স্থানীয়রা নিজেরাই পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। আমাদের কাজ করতে হয়নি।’