
‘বিদেশে কর্মী নিয়োগে দালাল প্রতিরোধে ১০ বছর কারাদণ্ড’
ঢাকা, ০৫ জুন, (ডেইলি টাইমস ২৪):
বিদেশে কর্মী নিয়োগে দালাল বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম হ্রাসে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং নূন্যতম ৫ লাখ টাকা অর্থদণ্ডের মত কঠোর শাস্তির বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ আইন প্রণয়ন করা হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এ কথা জানান।
তিনি আরো জানান, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দোষী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৬ সালে বিদেশে কর্মী প্রেরণ বৃদ্ধি সত্ত্বেও রেমিটেন্স পরিমাণ হ্রাস পেয়েছে। সরকার রেমিটেন্স প্রবাহ হ্রাস পাওয়ার কারণ অনুসন্ধান এ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের নামে হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ রেমিটেন্স হ্রাসের অন্যতম কারণ। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবৈধ পথে রেমিটেন্স প্রেরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।