
লক্ষীপুরে ভুল চিকিৎসায় শিশুর আঙ্গুলে পঁচন
ঢাকা, ০৫ জুন, (ডেইলি টাইমস ২৪):
লক্ষীপুরে পল্লী চিকিৎসকের ভূল চিকিৎসায় তানভীর হোসেন (৬) নামে এক শিশুর ডান হাতের আঙ্গুলে পঁচন ধরেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাথমিক চিকিৎসার জন্য পৌরসভার শাখাড়ীপাড়া মোড়ে জহুর লাল ভৌমিকের কাছে গেলে তিনি ভুল চিকিৎসা করেন।
বর্তমানে ওই শিশু ঢাকা সিএমএস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সে বাঞ্চানগর গ্রামের মো: রিপনের ছেলে।
শিশুর বাবা জানায়, ২ মাস আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীরের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য শহরের শাখাড়ীপাড়া মোড়ে পল্লী চিকিৎসক জহুর লাল ভৌমিকের কাছে নিয়ে যান। তাকে বিভিন্ন এন্টিবায়োটিক ওষুধ খেতে দেন। ২৫ দিন ওই ওষুধখুলো সেবনের পর আঙ্গুলে পচন ধরে।
পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ডা: কমলা শীষ রায়ের কাছে নেন। অবস্থা আশংঙ্কাজনক দেখে শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ব্যাপারে পল্লী চিকিৎসক জহুর লাল ভৌমিক বলেন, শিশুর চিকিৎসা আমার ভুল হয়েছে। সে এখন বাড়িতে আছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।