
খেলাধুলা
ধীরে এগুচ্ছে অস্ট্রেলিয়া
ঢাকা, ০৬ জুন, (ডেইলি টাইমস ২৪):
১৮৩ রানের লক্ষ্যে ধীরে এগুচ্ছে অস্ট্রেলিয়া। ১৬ ওভার শেষে তাদের রান ৮৩।
মাত্র এক উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। রুবেল হোসেনের বলে এ জে ফিন্স এলবিডব্লিউ নিয়ে ফিরে গেছে প্যাভিলিয়নে।
৩৮ রানের পার্টনারশিপে ব্যাট করছে ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ।
খেলার শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমেছিল টাইগাররা। তামিম ইকবালের একাকী লড়াইয়ের দিনে সব উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের স্কোর: তামিম ইকবাল ৯৫, ওপেনার সৌম্য সরকার ৩, ইমরুল কায়েস ৬, মুশফিকুর রহিম ৯, সাকিব আল হাসান ২৯, সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ ৮ করে, মেহেদি হাসান মিরাজ ১৪, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন শুন্য করে আউট হলেও, মুস্তাফিজুর রহমান ১ রানে অপরাজিত থাকেন।