
জেলার সংবাদ
ভাঙ্গায় পিকআপ ভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
ঢাকা, ০৬ জুন, (ডেইলি টাইমস ২৪):
ফরিদপুরের ভাঙ্গায় সোমবার দিবাগত রাতে পিকআপ ভ্যানের চাপায় টহলরত পুলিশ সদস্য মোতালেপ চাকলাদার নিহত হয়েছেন। তিনি মাদারীপুর জেলার রাজৈর থানার কৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেন চাকলাদারের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জানান, সোমবার গভীর রাতে আমাদের টহল পুলিশ দল চুমুরদী নামক স্থানে দায়িত্ব পালন করতে ছিলেন। দ্রুতগামী অজ্ঞাত একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মঙ্গলবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার প্রথম জানাজা ফরিদপুর পুলিশ লাইনে ও দ্বিতীয় জানাজা ভাঙ্গা থানা চত্বরে হওয়ার শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন তিনি।