জেলার সংবাদ

পঞ্চগড়ে বৈদ্যুতিক শিয়াল মারা ফাঁদে জড়িয়ে শিশুর মৃত্যু

ঢাকা, ০৭ জুন, (ডেইলি টাইমস ২৪):

পঞ্চগড়ে একটি খামারে বৈদ্যুতিক শিয়াল মারা ফাঁদে জড়িয়ে মারা গেল খামার মালিকের ৫ বছর বয়সী শিশুপুত্র। নিহত শিশুটির নাম রুস্তম আলী টুটুল।

সে ওই খামারের মালিক শুকুর আলীর ছেলে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী-ঠাকুর দিঘী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুটুলের মামী রহিমা বেগম জানিয়েছেন, মুরগির খামারে শিয়াল আরা হাপা’র (এক প্রকার বন বিড়াল) উৎপাত ঠেকাতে রাতে বৈদ্যুতিক তার দিয়ে খামারের দরজাসহ কিছু জায়গায় বিদ্যুতের সংযোগ দিয়ে রাখতো শুকুর আলী। আবার সকালে তা খুলে ফেলতো। কিন্তু আজ মঙ্গলবার সকালে বিদ্যুতের তারের ওই সংযোগ খুলে দেয়ার আগেই শুক্কুর আলীর সবচেয়ে ছোট ছেলে রুস্তম আলী টুটুল বাবার কাজে অনুকরণীয় হয়ে খামারের মুরগীগুলোকে খাবার দিতে যায়। এ সময় বিদ্যুতের সংযোগ থাকা ওই ফাঁদের তারে জড়িয়ে পড়ে সে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুটুলকে মৃত ঘোষণা করেন।

ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওরঙ্গজেব মুরগীর খামারের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button