
বিনোদন
অভিনয় করে আনন্দ পাই তাই করি: নোবেল
ঢাকা, ০৭ জুন, (ডেইলি টাইমস ২৪):
পুরো নাম আদিল হোসেন নোবেল। মডেল হিসেবে পরিচিতির পাশাপাশি অভিনয়েও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এক সময় নিয়মিত মডেলিং করলেও পর্দায় অভিনয় করতে দেখা যায় তাকে মাঝে মাঝে। বিশেষ দিবসগুলোতে একটি অথবা দুটি নাটকে অভিনয় করেছেন তিনি।
সারাবছর পর্দায় দেখা না গেলেও ঈদ এলেই নাটকে বেশকিছু নাটক টেলিফিল্মে অভিনয় করেন নোবেল। সম্প্রতি ‘প্রতিশোধ’ শিরোনামে একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। এতে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।
‘প্রতিশোধ’ এ অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘সারাবছর কোনো কাজ করা হয় না। তাই ঈদ এলে একটু সময় বের করে কাজ করার চেষ্টা করি। যদিও পরিমাণটা খুবই কম। তবে অভিনয় করে আনন্দ পাই তাই করি। এবার ঈদের কাজটিও ভালোলাগা থেকেই করেছি। আশা করি সবার ভালো লাগবে।’
কৌশিক শংকর দাশের পরিচালনায় ‘প্রতিশোধ’ নাটকটিতে আরও অভিনয় করেছেন লাক্সতারকা জাকিয়া বারী মম। আসন্ন ঈদুল ফিতরে এটি প্রচার হবে।