
জেলার সংবাদ
গাজীপুরে গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
ঢাকা, ০৭ জুন, (ডেইলি টাইমস ২৪):
গতকাল মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে আম গাছ থেকে পা ফসকে পুকুরে পড়ে কল্পনা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত কল্পনা ধনুয়া গ্রামের ফাহাদ হোসেনের স্ত্রী।
গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ জানান, মঙ্গলবার সকালে গাছ থেকে আম পাড়ার সময় পা ফসকে পুকুরে পড়ে যান গৃহবধূ কল্পনা। পরে স্থানীয়রা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার এসআই কায়সার আহমেদ জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এ নিয়ে বিকেলে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।