
জেলার সংবাদ
স্কুলে ডেকে নিয়ে ছাত্রীকে নৈশপ্রহরীর ধর্ষণ
ঢাকা, ০৭ জুন, (ডেইলি টাইমস ২৪):
টাকার লোভ দেখিয়ে স্কুলে ডেকে নিয়ে শিশু শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে ওই স্কুলের
গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শনিবার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায় শিশুটির মা। এর পর বিষয়টি জানাজানি হয়।
বিষয়টি ধামাপাচা দিতে স্থানীয় মাতব্বররা ওই শিশুর পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কাজিপুর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী শ্যামল শিশু শ্রেণীর ছাত্রীকে টাকার লোভ দেখিয়ে স্কুলে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়।
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের বিষয়টি অন্যের মাধ্যমে জানতে পেরেছি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি।