জেলার সংবাদ

মুন্সীগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন

ঢাকা, ০৮ জুন, (ডেইলি টাইমস ২৪):

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকায় চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছে চাচাতো ভাই মো. কাউসার (২৫)। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল বুধবার রাত ৮টার দিকে নিহত হন তিনি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার অন্তত আধাঘন্টা আগে কাউসার মারা যান। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান, জমি নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বুধবার রাতে চাচাতো ভাই ইসমাইল ছুরি দিয়ে কাউসারের বুকে কোপ দেয়। এতে নিহত হন কাউসার। মো. ইসমাইল হেলাল উদ্দিন হালদারের ছেলে।

Show More

আরো সংবাদ...

Back to top button