আইন ও আদালত

শুনানিতে অংশ নিতে আজ আদালতে যাবেন খালেদা

ঢাকা, ০৮ জুন, (ডেইলি টাইমস ২৪):

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ১০টায় পুরান ঢাকার বকশীবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে হাজির হবেন বলে জানান তাঁর আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার।

এর আগে গত ১ জুন অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি আর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে খালেদা জিয়ার আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানির জন্য ৮ জুন দিন ধার্য করেন আদালত।

Show More

আরো সংবাদ...

Back to top button