
জেলার সংবাদ
শেরপুরে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
ঢাকা, ০৮ জুন, (ডেইলি টাইমস ২৪):
শেরপুর থানা পুলিশের মানসিক ভারসম্যহীন কনস্টেবল আব্দুল গফুর (৫২) আত্মহত্যা করেছেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, আব্দুল গফুর দীর্ঘ দিন যাবৎ মানসিক রোগে ভোগছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে শেরপুর শহরের উলিপুরস্থ তার ভাড়া বাসায় সেলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে মুর্মূষু অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা মাহদীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে বলে জানা গেছে।