
জাতীয়
মানুষ হত্যা নয়, টেকনোলজি হতে হবে মানুষের কল্যাণে : আশরাফ
ঢাকা, ০৮ জুন, (ডেইলি টাইমস ২৪):
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমাদের সঠিক টেকনোলজি গ্রহণ করতে হবে। মানুষ হত্যা টেকনোলজি নয়, টেকনোলজি হতে হবে মানুষের কল্যাণে। আমাদের অনেক দূর যেতে হবে। এজন্য টেকনোলজির বিকল্প নেই।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে দুই দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, আনন্দমোহন কলেজ অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকা প্রমুখ বক্তব্য রাখেন।
মেলায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।