
কুপ্রস্তাবে রজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে মারধর!
ঢাকা, ০৯ জুন, (ডেইলি টাইমস ২৪):
নরসিংদীর পলাশ উপজেলায় প্রবাসীর স্ত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে।
এ ঘটনায় পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে প্রবাসী শামীম আল মামুনের স্ত্রী নিলুফা বেগম।
নিলুফা বেগম জানান, স্বামী শামীম আল-মামুন কাজের জন্য বিদেশ যাওয়ার পর থেকেই একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে সজিব মিয়া বিভিন্ন সময় নিলুফা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সজিব বিভিন্ন কৌশলে তাকে ভয়ভীতি দেখিয়ে আসছে।
সবশেষে নিলুফাকে স্বামীর বাড়ি ছেড়ে দিতে হুমকি দিচ্ছে সজিব মিয়া। বাড়িঘর না ছাড়লে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয় সে। এসব ঘটনায় একাধিকবার এলাকার কাউন্সিলরের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।
সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় সজিব মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জন দল দেশীয় অস্ত্র হাতে নিলুফা বেগমের বাড়িঘরে হামলা চালায়। এ সময় বাধা দিলে নিলুফাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা নিলুফাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বুধবার পলাশ থানায় গিয়ে সজিব মিয়াকে প্রধান আসামি করে ও অজ্ঞাত আরও ৪০-৪৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নিলুফা।
পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য থানার এসআইকে নির্দেশ দেয়া হয়েছে।