খেলাধুলা

দলে ফিরেই তাসকিনের উইকেট

ঢাকা, ০৯ জুন, (ডেইলি টাইমস ২৪):

ইতিমধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি পেসার তাসকিন আহমেদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ডাক পান ডানহাতি এই পেসার। দলে ফেরার ম্যাচে শুরুতেই ব্রেক থ্রু এনে দিলেন বাংলাদেশের এই গতি তারকা। সাজঘরে পাঠিয়ে দিয়েছেন নিউজিল্যান্ড ওপেনার লুক রনচিকে।

আট ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ৪৮ রান। মার্টিন গাপটিল ৩১ ও কেন উইলিয়ামসন এক রানে ব্যাট করছেন।

শুক্রবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনাই এনে দিচ্ছিলেন দুই ওপেনার গাপটিল ও রনচি। ইনিংসের প্রথম সাত ওভার থেকে এই জুটি তুলে নেয় ৪৬ রান। কিন্তু ইনিংসের অষ্টম ওভারে তাসকিনের প্রথম বলে ভাঙে এই জুটি।

ব্যক্তিগত প্রথম ওভারে সাত রান দিলেও দ্বিতীয় ওভারে দারুণ ছন্দে বোলিং করেন তাসকিন। ডানহাতি এই পেসারের বলে মিড অনে ক্যাচ দেন রনচি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা তাসকিনের প্রথম শিকার। সব মিলিয়ে ২৮ ওয়ানডেতে এটা তার ৪২ তম উইকেট।

এর আগে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে এক ঘণ্টা দেরি হয়। তবে বৃষ্টি বাধায় খেলা শুরু হতে দেরি হলেও কোনো ওভার কাটা যায়নি।

Show More

আরো সংবাদ...

Back to top button