
এক সঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন এক মা!
ঢাকা, ০৯ জুন, (ডেইলি টাইমস ২৪):
শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার বুড়িরচর গ্রামে বাবার বাড়িতে চার সন্তানের জন্ম দেন তিনি।
রেখা রানী বুড়িরচর গ্রামের অনিল চন্দ্র মিস্ত্রীর মেয়ে এবং জেলার তালতলী উপজেলার চরপাড়া গ্রামের শ্রী বিকাশ চন্দ্র মিস্ত্রীর স্ত্রী।
বিকাশ চন্দ্র মিস্ত্রী জানান, বিজলী নামে তাদের আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। দশ মাস আগে তার স্ত্রী অন্তঃসত্ত্বা হন। তার স্ত্রীর সন্তান প্রসবের আগে তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। পরে শুক্রবার ভোর ৫টার দিকে পর পর চারটি কন্যা সন্তানের জন্ম দেন রেখা।
প্রসবের পরপরই সন্তানরা অসুস্থ হয়ে পড়লে তিনি তার স্ত্রীকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তির কিছু সময় পর একে একে তিনটি সন্তান মারা যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে ভর্তির অল্প সময়ের মধ্যেই একে একে তিনটি কন্যা শিশু মারা যায়। তবে মা সুস্থ থাকলেও অপর শিশুটি অসুস্থ। চব্বিশ ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।